ভোক্তা অধিদপ্তর কার স্বার্থ দেখছে বোঝা দায়

আন্দালিব রহমান স্বপন: বড় বড় কোম্পানীকে না ধরে ছোটখাট দোকানদার, আড়তদারদের জরিমানা করা হলে সে টাকা তারা ভোক্তার কাছ থেকেই পরে তুলে নেয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারাদেশে অভিযান না চালিয়ে যারা বাজার কন্ট্রোল করে তাদের ধরলেই কাজের কাজ হয়। কিন্তু সেখানে কেন যায় না? ক্ষমতায় কি কুলায় না?