গুঁড়া মসলায় পচা মরিচ ও বিষাক্ত রং

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সিরাজগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় পচা মরিচ ও বিষাক্ত কাপড়ের রং দিয়ে গুড়া মসলা তৈরির অভিযোগে খান মসলা কারখানাকে সিলগালা ও এর মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোপ গ্রামে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করা হয়। 

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খান মসলা কারখানায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পচে যাওয়া কাঁচা মরিচের সঙ্গে রং মিশিয়ে গুঁড়া মসলা তৈরি করতে দেখা যায় তাদের। এ সময় তাদের হাতেনাতে ধরা হয়।

তিনি আরও বলেন, পরে কারখানা তল্লাশি করে বিপুল পরিমাণ পচা কাঁচা মরিচ ও কাপড়ে দেওয়া বিষাক্ত রং জব্দ করা হয়। কারখানাটি সিলগালা ও এর মালিক রাশিদুল ইসলাম খানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related posts:

বিক্রির সারিতে `এক বছর’ আগের মেয়াদোত্তীর্ণ জ্বরের সিরাপ
ফার্মেসী ও চিকিৎসা সরঞ্জামাদি বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের তদারকি
ক্রেতা কমলেও দাম কমেনি নিত্যপণ্যের
কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে ভোক্তাদের ক্ষতিপূরণ দিতেঃ ডঃ শামসুল আলম
পাবনায় ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান ও মতবিনিময় সভা
রাজধানীতে তদারকিমূলক অভিযান, খাদ্য অধিদপ্তরের ট্রাক সেলকে জরিমানা
গরুর মাংসের দাম কমানোর ঘোষণা, প্রভাব নেই বাজারে
অবৈধ দোকান উচ্ছেদে ডিএসসিসির অভিযান
করোনাকে পুঁজি করে চালের দাম বেশি রাখায় একটি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষনা: বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম
বাজার থেকে চিনি উধাও: ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান