বিদ্যুৎ সাশ্রয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ে চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত ৮টা থেকে জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।

নগরীর পলোগ্রাউন্ড ও স্টেশন রোডসহ আশপাশের এলাকায় চালানো এ অভিযানে প্রয়োজনের অতিরিক্ত আলা জ্বালানোয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, বিদ্যুতের সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রয়োজনের অতিরিক্ত আলো ব্যবহারকারী দোকানদারদের কাছে থেকে বিদ্যুৎ আইনে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও জানান, অভিযানে ফুটপাতের অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হয়। দেশের বিদ্যুৎ সংকটময় এ পরিস্থিতিতে বিদ্যুৎ অপচয়রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।