রংপুরে চিনির বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

মোঃ আহসান উল হক তুহিন: রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারে অনিয়মের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ওই বাজারে অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আজহারুল ইসলাম।

অভিযানে ১০টি প্রতিষ্ঠানে মনিটরিং করে তিনটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং সরকারের বেঁধে দেয়া মূল্যের অধিক মূল্যে চিনি বিক্রি করায় এক হাজার করে তিন হাজার টাকা জরিমানা করা হয়। স্যাম্পল ঔষধ ও নিম্নমানের বৈদ্যুতিক বাল্ব রাখার দায়ে একটি ফার্মেসি ও একটি বৈদ্যুতিক যন্ত্রাংশের দোকানকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জলযোগ মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির বাক্সের ওজন অতিরিক্ত হওয়ায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণ করায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

মনিটরিং এ সহায়তা করেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও ক্যাব রংপুরের সাধারণ সম্পাদক মো. আহসান উল হক তুহিন।

সে সময় ওই বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

মনিটরিং এর সময় সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল আরপিএমপি’র রিজার্ভ ফোর্স।

সরকারি নির্দেশে এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।