কাঁচা মরিচের মূল্য তালিকা না থাকায় ১৪ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে কাঁচা মরিচের মূল্য তালিকা সংরক্ষণ না করায় তিনটি দোকানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে নগরের রিয়াজ উদ্দিন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে অংশ নেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেব নাথ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে প্রণব ট্রেডার্সকে দুই হাজার টাকা, রিয়াজ এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা, মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে পাহাড়তলীর সরাইপাড়া এলাকার রূপসা ফুডকে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের দায়ে আট হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।