ঝিনাইদহে মাস্কের দাম বেশি রাখায় জরিমানা

ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল এর নেতৃত্বে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহার সার্বিক নির্দেশনায় ঝিনাইদহ জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করেন।

এ সময় বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় আমিন ফার্মেসীতে ৩০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ১০০ টাকায়। উক্ত অপরাধে ফার্মেসীটিকে ভোক্তা অধিকার বিরোধী কার্যের জন্য সাময়িক ভাবে বন্ধ করা হয়। এছাড়াও শহরের কে পি বসু সড়কে মাস্ক ৩০ টাকার পরিবর্তে ১০০ টাকা পিস দরে বিক্রয়ের অপরাধে বিসমিল্লাহ গার্মেন্টস কে ৪ হাজার ও মাহবুব এন্ড ব্রাদার্স কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জনাব শংকর চন্দ্র নন্দী, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর ও ঝিনাইদহ জেলা পুলিশ।