পণ্য ডেলিভারি না করেই পার পাবার চেষ্টায় ধামাকা শপিং

পণ্য হাতেই পায়নি ক্রেতা অথচ ধামাকা শপিং বলছে পণ্য পৌঁছে দেয়া হয়েছে।

ধামাকা শপিং বিভিন্ন অফারে ক্রেতাদের আকৃষ্ট করছে। অর্ডার এবং টাকা নেয়ার পর পণ্য ডেলিভারিতে সততার চিহ্ন নেই। কাউকে পণ্য দিচ্ছেই না আবার কাউকে না দিয়েই বলছে দিয়েছি। এমন পরিস্থিতিতে ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতারা।

এমনই একজন ক্রেতা সিনথিয়া ইসলাম অভিযোগ করেন যে, তার পণ্য তাকে না দিয়েই ডেলিভার্ড দেখাচ্ছে ধামাকা শপিং এর মোবাইল অ্যাপে।

তিনি বলেন, ‘আমি ধামাকা শপিং থেকে গত ২৯ মার্চ একটি ঘড়ি অর্ডার করি। তার কিছুদিন পর আমি ধামাকা শপিং এর মোবাইল অ্যাপ চেক করে দেখতে পাই যে তারা ৪ এপ্রিল প্রোডাক্টটি ডেলিভার্ড দেখাচ্ছে, কিন্তু প্রোডাক্টটি আমার কাছে পৌঁছায়নি। আমি ইমেইলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।’

এছাড়াও একের পর এক সঠিক সময়ে পণ্য হাতে না পাওয়ার অভিযোগ উঠে আসে ধামাকা শপিং এর বিরুদ্ধে।

আরেক ভুক্তভোগী এস এম হোসেন আলম রেজা জানান, ২১ দিনের মধ্যে পণ্য ডেলিভারির কথা থাকলেও মাস পেরিয়ে গেছে, তবুও প্রোডাক্ট পায়নি।

কোন প্রতিষ্ঠান যদি সময়মতো পণ্য কিংবা টাকা ফেরত না দেয় তবে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন ভোক্তা। ভোক্তা অধিকার ক্ষুণ্ন হয় এমন যে কোন অভিযোগে ভোক্তাদের প্রতিকার দিতে পাশে আছে ভোক্তাকণ্ঠ। তাই অভিযোগ করুন এবং পাশে থাকুন ভোক্তাকণ্ঠের।

আরও পড়ুনঃচরম প্রতারণায় মেতেছে ইভ্যালি

আরও পড়ুনঃ নিম্নমানের খাবার এবং ভোক্তা প্রতারণার বড় কারিগর ক্যাফে দর্বার

Related posts:

সনদ না থাকায় বি-বাড়িয়া বেকারিকে অর্ধলাখ টাকা জরিমানা
রাজধানীর পাইকারি আড়তে তদারকিমূলক অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
কুষ্টিয়ায় অ্যাপেক্সকে জরিমানা
খুশবু বিউটি পার্লারের খারাপ সেবায় চুল নষ্ট
অভিযানের নামে হয়রানির অভিযোগ, সিলেটের সব রেস্টুরেন্ট বন্ধ
অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
ভোক্তা অভিযোগ কেন্দ্রঃ জেলাভিত্তিক প্রতিবেদন
কওমি শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের টিকা দেয়া হবে: স্বাস্থ্য অধিদফতর
সারাবছরই ভেজাল ও মানহীন পণ্যের বিরুদ্ধে অভিযান চলমান রাখতে হবেঃ উচ্চ আদালত
রাজবাড়ী জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান জোরালো