ভেজাল ভোজ্যতেল-প্লাস্টিক পণ্য ধ্বংস, জরিমানা ৫০ হাজার টাকা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন ভোজ্যতেল, লবণ প্লাস্টিক পণ্য ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের সমন্বয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও অনুমোদনহীন লোগো ব্যবহার করে বাজারজাতকরণের অভিযোগে ‘আল-আমিন প্লাস্টিক অ্যান্ড এসএসএম কোম্পানি’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ অনুমোদনহীন ভোজ্যতেল, লবণ ও প্লাস্টিক পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

রোববার বিকেলে ওই প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার লিটার ভেজাল সয়াবিন তেল, সাড়ে ১২ হাজার লিটার ভেজাল সরিষার তেল, ১০ হাজার কেজি ভেজাল খাবার লবণ, এক লাখ ১০ হাজার প্লাস্টিক বোতল, পাঁচ হাজার কেজি প্লাস্টিক তৈরির কাঁচামাল, পাঁচ হাজার মিটার নকল মোড়ক/লেভেল, ১০০টি প্লাস্টিক ড্রাম জব্দ করে ধ্বংস করা হয়।

প্রাথমিক ভাবে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় অনুমোদনবিহীন ভেজাল ভোজ্যতেল, খাবার লবণ ও অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারজাত করে আসছিল।