টাকা পেয়েই ক্রেতাকে ব্লক

প্রথমে ক্রেতাদের বিশ্বাস অর্জন করে তারপর তাদের থেকে পণ্যের টাকা নিয়ে ক্রেতাকে ব্লক করে দিচ্ছে একটি প্রতারক চক্র। এমন একটি অভিযোগ করেছেন Indian Saree Bazar.bd-এর বিরুদ্ধে ভোক্তভোগী মোঃ আবু হাসনাত ।

Indian Saree Bazar.bd একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের নাম। এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান শাড়ি, লেহেঙ্গা
সহ অনেক পণ্যই আছে। ভোক্তভোগী মোঃ আবু হাসনাত জানায়, তিনি একটি শাড়ী, একটি লেহেঙ্গা অর্ডার দিয়েছিলেন।

তাকে পণ্য পাঠানোর কথা বলে একটি বিকাশ নাম্বারে প্রথমে ১০০০ টাকা নেয় তারপর এস এ পরিবহনের পরিচয় দিয়ে তাকে
আবার আরেকটি নাম্বারে টাকা পেমেন্ট করতে বলে হোম ডেলিভারি দিবে বলে। তিনি ২১৫০ টাকা পেমেন্ট করেন। এরপর
আর তারা মোঃ আবু হাসনাতের সাথে কোন যোগাযোগ করেন নি। তারা টাকা পেয়ে ক্রেতাকে ব্লক করে দিয়েছেন।

অনলাইন পেইজ থেকে পণ্য অর্ডার করার আগে অবশ্যই সেই পেইজের রিভিউ দেখে নিশ্চিত হয়ে নেওয়া উচিত। নয়তো
এমন পরিস্থিতির শিকার হতে পারেন।

দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই মাথাচাড়া দিয়ে উঠেছে কিছু প্রতারক চক্র। এসকল প্রতারণা রুখতে আমাদের এখনই পদক্ষেপ
গ্রহণ করতে হবে। আশ্রয় নিতে হবে আইনের। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতারণাকারীদের শাস্তির ব্যবস্থা
করতে হবে।

ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন যে কোন অভিযোগে ভোক্তাদের প্রতিকার দিতে পাশে আছে ভোক্তাকণ্ঠ। তাই অভিযোগ করুন এবং ভোক্তাকণ্ঠের পাশে থাকুন।

দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই মাথাচাড়া দিয়ে উঠেছে কিছু প্রতারক চক্র। এসকল প্রতারণা রুখতে আমাদের এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আশ্রয় নিতে হবে আইনের। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতারণাকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।