প্রতারণার শিকার হলেই মিলছে ফেসবুক ব্লক

ই-কমার্স সাইট বা পেইজে প্রতারণা, হয়রানি নতুন কিছু নয়। প্রতিদিনই আমরা নতুন নতুন প্রতারণার কথা শুনছি এইসব অনলাইন ভিত্তিক পেইজের বিরুদ্ধে। প্রতারণার আরেকটি ফাঁদ হল দামি কাপড় বা ড্রেস দেখিয়ে কম দামি কাপড় কুঁড়িয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে টাকা নিয়ে ক্রেতা কে সব জায়গা থেকে ব্লক করে দেওয়া। প্রতারণার শিকার হলেই

এবার এমনি এক প্রতারক পেইজ Pakistani Dress এর বিরুদ্ধে অভিযোগ করেছেন গুলসানের সাগরিকা বাড়ৈ। হলেই

বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে প্রায় সবাই অনলাইন শপিং এর দিকেই বেশি আগ্রহ প্রকাশ করছেন।
ছোটো বড় যে কোন জিনিস ক্রেতারা অনলাইন থেকে কিনতেই বেশি সাছন্দবোধ করেন। Pakistani Dress
একটি অনলাইন ভিত্তিক ই-কমার্স পেইজ। অনেক দামি এবং বিদেশি পণ্য়ের প্রচার করে থাকে এই পেইজটি।
এই পেইজের বিরুদ্ধে উঠে এসেছে প্রতারণার অভিযোগ। এই পেইজ থেকে ড্রেস কিনে প্রতারণার শিকার হয়েছেন সাগরিকা বাড়ৈ।

ভুক্তভোগী সাগরিকা বাড়ৈ জানায়, তিনি Pakistani Dress পেইজ থেকে ৪৫০০/- টাকা দিয়ে কামিজ অর্ডার করেছিলেন। এস.এ পরিবহনের মাধ্যমে তারা তাকে যে কামিজগুলো পাঠায় সেগুলো খুবি নিম্ন মানের ছিল এবং যা তিনি অর্ডার করেছিলেন তা ছিল না। এস.এ পরিবহন থেকে টাকা রিটার্নেরও কোন ব্যবস্থা নেই।

এরপর তিনি পেইজে যোগাযোগ করার চেষ্টা করেন, কল করেন এবং মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে চাইলে তাকে ব্লক করে
দেওয়া হয়। ভুক্তভোগী ভোক্তা অভিযোগ করে বলেন এভাবেই প্রতারিত হচ্ছে নতুন নতুন ভোক্তা।
ভোক্তার স্বার্থে এমন সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি।

ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন যে কোন অভিযোগে ভোক্তাদের প্রতিকার দিতে পাশে আছে ভোক্তাকণ্ঠ। তাই অভিযোগ করুন এবং ভোক্তাকণ্ঠের পাশে থাকুন।

ভোক্তা অধিকার সংক্রান্ত সংবাদ দেখুন

আরো সংবাদ দেখুন: অনলাইন শপের জালিয়াতিফুডপান্ডার অভিযোগআটক জ্বিনের বাদশাহঅধিদপ্তরের অভিযানঅনলাইনে ব্যবসা 

প্রতারণার শিকার হলেই

ভোক্তাকণ্ঠ